

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ড. মিজানুর রহমান আজহারির নাম ভাঙিয়ে ভুয়া মাহফিল আয়োজন করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় তাঁর নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছেন আজহারি নিজেই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ) রাতে বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন জনপ্রিয় এই ইসলামী বক্তা। ফেসবুক পোস্টে আজহারি বলেন, ‘সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় আমার নামসহ কয়েকজন আলেমের নাম ব্যবহার করে একটি ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে।
আয়োজক পক্ষ আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছে মর্মে অভিযোগ এসেছে।’
তিনি বলেন, এটি সুস্পষ্ট একটি প্রতারণা ও মিথ্যাচার। এই মাহফিলের সঙ্গে কোনোভাবেই আমার কোনো সম্পৃক্ততা নেই। স্থানীয় মুসলিম কমিউনিটি ও প্রশাসনকে এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
তিনি আরো বলেন, বর্তমানে নিজ দেশেই উন্মুক্ত মাঠে আমার সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছি, এমতাবস্থায় ভারতে কোনো প্রোগ্রামে অংশগ্রহণের পরিকল্পনা আমার নেই। সবার জ্ঞাতার্থে জানাতে চাই—এ ধরনের প্রতারণা এড়াতে আমিসহ যেকোনো দ্বায়ীর মাহফিলের প্রচারণার তথ্য যাচাই করে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে সত্যে অটল রাখুন এবং বিভ্রান্তি ও অপপ্রচার থেকে হেফাজত করুন।
মন্তব্য করুন

