সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘ঢাকার কসাই’ কামালকে শিগগির আদালতে আনার ইঙ্গিত প্রেস সচিবের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১১:৫১ এএম
প্রেস সচিব শফিকুল আলম 
expand
প্রেস সচিব শফিকুল আলম 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘ঢাকার কসাই’ নামে পরিচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে দেশে ফেরত আনা হতে পারে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলোর অভিযোগ যে ক্রমেই স্পষ্ট হচ্ছে, তাতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাদের বিচার এড়ানো কঠিন হবে।

তিনি আরও উল্লেখ করেন, ভারত ইতোমধ্যেই শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদনের বিষয়ে বিবেচনা করছে বলে জানিয়েছে।

তার ভাষায়, হাসিনার পক্ষে শক্ত সমর্থকগোষ্ঠী থাকলেও পরিস্থিতি পরিবর্তন হচ্ছে এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গুম-গণহত্যা সংক্রান্ত অভিযোগ আন্তর্জাতিক মহলে আরও আলোচিত হচ্ছে।

এ কারণে তাকে দেশে এনে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা সময়ের ব্যাপার মাত্র।

পোস্টে তিনি আরও লিখেন, অতীতের মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার দায় থেকে কেউ স্থায়ীভাবে রেহাই পাবেন না।

জাতি হিসেবে যদি আমরা জুলাই গণহত্যার ভুক্তভোগী এবং আগের সব নির্যাতনের বিচার নিশ্চিত করতে দৃঢ় থাকি, তাহলে অভিযুক্ত ব্যক্তিদের দায়িত্ব এড়িয়ে যাওয়া কঠিন হয়ে উঠবে।

তার মতে, এই প্রক্রিয়া শুরু হবে কামালের মাধ্যমে, এরপর অপরাধে জড়িত অন্যদের বিরুদ্ধেও একই ধারায় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন