বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নতুন করে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মাত্র ১০ মাসে মিয়ানমার থেকে নতুন করে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এই নতুন রোহিঙ্গাদের সংস্থাটি তালিকাভুক্ত করেছে। শুধু সেপ্টেম্বর মাসেই নতুন করে আরও ২ হাজার ৯৮৯ জন রোহিঙ্গাকে নিবন্ধন করা হয়েছে। এর আগে সেপ্টেম্বর পর্যন্ত মোট সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১ জন।

এতে আরও বলা হয়, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মোট নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জনে।

ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও নির্যাতনের ফলে হাজারো মানুষ নিহত হয়েছেন, আর প্রাণ বাঁচাতে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ২০২৪ সালের শেষ দিক থেকেই ক্যাম্পগুলোতে নতুন আগমনের প্রবাহ বাড়তে শুরু করে এবং তাদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম চলছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ৭৮ শতাংশই নারী ও শিশু।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন