

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আবার ঘরে ফিরছে পবিত্র রমজান মাস। ইসলাম ধর্মভিত্তিক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ জানিয়েছে, আগামী রমজান শুরু হতে মাত্র ১০০ দিন বাকি।
২০২৬ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। এ অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৭ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে হিজরি ১৪৪৭ সালের রমজানের চাঁদ আকাশে উঠলেও সূর্যাস্তের মাত্র এক মিনিটের মধ্যে চাঁদ অস্ত চলে যাবে। তাই খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরুর প্রথম কয়েকদিন রোজার সময়কাল প্রায় ১২ ঘণ্টা থাকবে। মাস শেষের দিকে রোজার সময়কাল বৃদ্ধি পেয়ে প্রায় ১৩ ঘণ্টা পৌঁছাবে।
সংবাদমাধ্যম আল-আরাবিয়ার বরাতে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠক করবে। মধ্যপ্রাচ্যের একদিন পরে বাংলাদেশে রমজান শুরু হয়। সুতরাং বাংলাদেশে আগামী বছরের রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর হতে পারে ২১ মার্চ।
মন্তব্য করুন
