সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে ‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ ক্ষতিগ্রস্ত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
ঐতিহাসিক মাজার-ই-শরীফের বিখ্যাত নীল মসজিদ-ফাইল ছবি
expand
ঐতিহাসিক মাজার-ই-শরীফের বিখ্যাত নীল মসজিদ-ফাইল ছবি

উত্তর আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পে ঐতিহাসিক মাজার-ই-শরীফের বিখ্যাত নীল মসজিদও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সোমবার রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর তথ্য অনুযায়ী, কম্পনের কেন্দ্রস্থল ছিল উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে।

স্থানীয়ভাবে এই মসজিদটি ‘হযরত আলীর মাজার’ হিসেবেও পরিচিত।

অনেকেই বিশ্বাস করেন, এখানে খলিফা হযরত আলী (রাঃ)-এর দেহাবশেষ সমাহিত রয়েছে। তবে ঐতিহাসিক সূত্রগুলো বলছে, তাঁকে ইরাকের নাজাফে দাফন করা হয়েছিল।

আফগান ঐতিহ্য অনুসারে বলা হয়, তাঁর মরদেহ গোপনে খোরাসানে (বর্তমান আফগানিস্তান) এনে সমাহিত করা হয়েছিল, যদিও এর পক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চলছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচ থেকে এক আহত শিশু কন্যাকে উদ্ধার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রাহিমা নামের এক নারী বলেন, “কম্পন শুরু হতেই আমরা সবাই চিৎকার করে বাইরে ছুটে যাই। এমন ভয়ংকর ভূমিকম্প জীবনে দেখিনি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন