

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আল্লাহর নবী ইউনুস (আ.)-কে ইরাকের নিনাওয়া নগরে দাওয়াতের জন্য প্রেরণ করা হয়েছিল। তিনি আল্লাহর একত্ববাদ প্রচার করলেন, কিন্তু লোকেরা তাঁর কথা অগ্রাহ্য করল।
হতাশ হয়ে তিনি নিজ সিদ্ধান্তে শহর ছেড়ে চলে যান। এ ঘটনায় আল্লাহ তাঁকে শিক্ষা দেওয়ার জন্য এক পরীক্ষার মুখে ফেলেন।
তিনি যখন এক নৌকায় চড়েন, প্রবল ঝড় শুরু হয়। যাত্রীদের মধ্যে লটারি করা হলে তিনবারই তাঁর নাম ওঠে। তখন তিনি নিজেই নদীতে ঝাঁপিয়ে পড়েন। আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তাঁকে গ্রাস করে, তবে কোনো ক্ষতি করতে পারেনি।
মাছের পেটে দোয়া ইউনুস: মাছের পেটে অবস্থানকালে নবী ইউনুস (আ.) আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই দোয়া করেন:
উচ্চারণ: লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন অর্থ: হে আল্লাহ! আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আপনি পবিত্র, আমি সত্যিই সীমালঙ্ঘনকারী।
কোরআনের উল্লেখ: আল্লাহ তাআলা কোরআনে বলেন— “যদি সে আল্লাহর মহিমা উচ্চারণ না করত, তবে কেয়ামত পর্যন্ত সে মাছের পেটেই রয়ে যেত।” (সাফফাত: ১৪৩-১৪৪)
“অবশেষে আমি তাকে উন্মুক্ত ভূমিতে নিক্ষেপ করলাম, আর সে তখন অসুস্থ ছিল। এরপর তার জন্য আমি একটি লাউগাছ গজালাম।” (সাফফাত: ১৪৫-১৪৬)
দোয়া ইউনুস পড়ার ফজিলত
রাসুলুল্লাহ ﷺ বলেছেন—“যে দোয়া ইউনুস (আ.) মাছের পেটে করেছিলেন— লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন— কোনো মুসলিম যখনই এ দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন।” (তিরমিজি, হাদিস ৩৫০৫)
কখন পড়বেন: দুঃসময়ে বা বিপদের সময় ।সমস্যায় পড়লে আল্লাহর সাহায্য কামনায়। তওবা ও ক্ষমা প্রার্থনার সময়। ইবাদতের অংশ হিসেবে যে কোনো সময়।
মন্তব্য করুন
 
                    