মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দোয়া মাসুরা: উচ্চারণ, অর্থ ও পড়ার সময়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
এই দোয়ায় বান্দা আল্লাহর কাছে নিজের গোনাহের ক্ষমা, রহমত ও সুরক্ষা প্রার্থনা করে।
expand
এই দোয়ায় বান্দা আল্লাহর কাছে নিজের গোনাহের ক্ষমা, রহমত ও সুরক্ষা প্রার্থনা করে।

দোয়া মাসুরা কী? নামাজের শেষ বৈঠকে (তাশাহহুদ শেষে) যে দোয়া পড়া হয়, সেটিই হলো দোয়া মাসুরা। এই দোয়ায় বান্দা আল্লাহর কাছে নিজের গোনাহের ক্ষমা, রহমত ও সুরক্ষা প্রার্থনা করে।

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাছীরাওঁ, ওয়া লা ইয়াগফিরুয জুনুবা ইল্লা আনতা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ওয়ার হামনি, ইন্নাকা আনতাল গফুরুর রহিম।

বাংলা অর্থ: হে আল্লাহ! আমি আমার নিজের প্রতি অনেক অন্যায় করেছি। আপনার বাইরে কেউই পাপ ক্ষমা করতে পারে না। তাই আপনি আমাকে আপনার পক্ষ থেকে ক্ষমা করুন এবং আমার ওপর দয়া করুন। নিশ্চয়ই আপনিই ক্ষমাশীল, পরম দয়ালু।

হাদিস থেকে প্রমাণ

হজরত আবু বকর (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে অনুরোধ করেছিলেন, নামাজে পড়ার জন্য একটি দোয়া শেখাতে। তখন তিনি এ দোয়াটি শিখিয়ে দেন। (সহিহ বুখারি, হাদিস: ৮৩৪)

কখন পড়তে হয়?

নামাজের শেষ বৈঠকে, আত্তাহিয়্যাত ও দরুদ শরিফ শেষে দোয়া মাসুরা পড়তে হয়।

এরপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়।

তবে কেউ যদি ভুলে না পড়ে, তবুও নামাজ শুদ্ধ হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন