রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রোজা শুরুর আর কত দিন বাকি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ সময়গুলোর একটি হলো পবিত্র রমজান মাস। বছর ঘুরে সেই মাহে রমজান আবারও সামনে চলে এসেছে। আর খুব বেশি দিন নেই প্রথম রোজা শুরুর।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) প্রকাশিত হিজরি ও গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। চাঁদ দেখা সাপেক্ষে প্রথম রোজা সম্ভাব্যভাবে ১৯ ফেব্রুয়ারি হতে পারে। সে হিসাবে আজ ১২ ডিসেম্বর থেকে রোজা শুরু হতে আনুমানিক ৬৯ থেকে ৭০ দিন সময় বাকি রয়েছে।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদের তারিখ নির্ধারিত হয়। সে হিসেবে দেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন শুরু হতে পারে এবং ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে ২১ মার্চ।

রোজা ইসলামের পাঁচটি মূল ভিত্তির অন্যতম। এই ইবাদতের মাধ্যমে একজন মুমিন আল্লাহর সান্নিধ্য অর্জনের পাশাপাশি নিজের চরিত্র ও আত্মাকে শুদ্ধ করার সুযোগ পান। রোজা মানুষকে সংযম, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। একই সঙ্গে ক্ষুধা ও তৃষ্ণার অভিজ্ঞতার মধ্য দিয়ে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট উপলব্ধি করা সহজ হয়, যা দান ও সহমর্মিতার মানসিকতা জাগ্রত করে।

রমজান মাসকে আল্লাহর রহমত, ক্ষমা ও মুক্তির সময় হিসেবে বিবেচনা করা হয়। এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয় বলে বিশ্বাস করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X