মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জানাজার নামাজের নিয়ম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পিএম
expand
জানাজার নামাজের নিয়ম

মৃত মুসলিমের জন্য আল্লাহর মাগফিরাত কামনায় যে নামাজ আদায় করা হয়, তাকে জানাজার নামাজ বলা হয়। “জানাজা” শব্দের অর্থ হলো মরদেহ।

জানাজার নামাজ ফরজে কেফায়া, অর্থাৎ যদি কিছু মানুষ এটি পড়েন, তাহলে পুরো সমাজের পক্ষে আদায় সম্পন্ন হয়। কেউ পড়েনি, তবে সবাই গুনাহগ্রস্ত হয়।

জানাজার নামাজ মূলত পুরুষদের জন্য বাধ্যতামূলক, নারীদের জন্য অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। নামাজ আদায় করতে অবশ্যই পবিত্র হতে হবে।

নিয়ত করা: আমি জানাজার ফরজে কেফায়া নামাজ চার তাকবিরসহ এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে আদায় করছি।

প্রথম তাকবির: হাত কান পর্যন্ত তুলে বলবেন “আল্লাহু আকবর”। এরপর সানা পড়বেন

উচ্চারণ: “সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা… ও লা ইলাহা গাইরুকা। অর্থ: হে আল্লাহ! সমস্ত প্রশংসা আপনার। আপনি পবিত্র, আপনার নাম মঙ্গলপূর্ণ। আপনার মহত্ত্ব বিরাট এবং একমাত্র আপনি ছাড়া আর কোনো প্রভু নেই।

দ্বিতীয় তাকবির হাত তুলবেন না। দরুদ পাঠ করবেন:

উচ্চারণ: “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউঁ… ইন্নাকা হামিদুম মাজিদ।” অর্থ: হে আল্লাহ! মুহাম্মাদ (সা.) ও তাঁর পরিবারবর্গের ওপর শান্তি বর্ষণ করুন এবং বরকত দান করুন।

তৃতীয় তাকবির হাত তুলবেন না। মৃত ব্যক্তির জন্য দোয়া পড়বেন।

চতুর্থ তাকবির হাত তুলবেন না। এরপর ডান ও বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।

ইমাম উচ্চ স্বরে তাকবির বলবেন, বাকিরা অনুচ্চ স্বরে তাকবির ও দোয়া-দরুদ পড়বেন।

মৃত ব্যক্তির জন্য দোয়া

উচ্চারণ:

“আল্লাহুম্মা গফির লি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা… আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া আলা তুদিল্লানা বাদাহু।”

অর্থ: হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড়, নারী ও পুরুষ সবাইকে ক্ষমা করুন। যাকে জীবিত রাখবেন, তাকে ইসলামের ওপর রাখুন। যাকে মৃত্যু দেবেন, তাকে ইমানের সঙ্গে মৃত্যু দিন। আমাদের এই সওয়াব থেকে বঞ্চিত করবেন না এবং আমাদের পথভ্রষ্ট করবেন না। (আবু দাউদ ৩২০১, তিরমিজি ১০২৪)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন