

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইসলামী ছাত্রশিবিরের অঙ্গসংগঠন ‘নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ’ কাওয়ালি সন্ধ্যার আয়োজন করেছে।
আজ শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে গজল, হামদ, নাত ও কাওয়ালিসহ বিভিন্ন ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। অংশগ্রহণ করে সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ, নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ ও অন্যান্য সংগঠন। জনপ্রিয় নাশিদ শিল্পী গার্জী আনাস রাওশান এবং ব্যান্ড ‘হ্যাভেন টিউন’ও কণ্ঠ দিয়েছেন।
কাওয়ালি অনুষ্ঠান কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ বলেন,
“মো. ফারুকের নেতৃত্বে দুটি অভিনয় দল থাকবে। আবৃত্তি করবেন মুকুল হোসেন। শিক্ষার্থীদের বিনোদন ও মানসিক প্রশান্তির কথা মাথায় রেখেই এই কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনদের জন্য আমাদের আয়োজন।”
শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “আজকের অনুষ্ঠানে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ২০০৬ সালে শহীদ হওয়া ফয়সালকে এবং জুলাই আন্দোলনের শহীদ একরামুল হক সাজিদকে। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করছি। শিক্ষার্থীদের যে ভিড় কাওয়ালি ঘিরে এসেছে, তা দেখে আনন্দিত। আমাদের প্রত্যাশা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানটি মন ভরে উপভোগ করবে।”
তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্রাতৃত্ব অটুট থাকুক—এই প্রত্যাশা নিয়েই আমরা এই আয়োজন করেছি। সকলের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাবো।”
জানা যায়, অনুষ্ঠানে শাখা ছাত্রশিবির ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী নূর নবীর জন্য ফান্ড কালেকশন করবেন। নূর নবী ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী। তিনি দীর্ঘদিন ‘অস্টিওসারকোমা’ নামের অস্থি ক্যান্সারে ভুগছেন। এসএসসি পরীক্ষার পর তার বাম পা কেটে ফেলা হয়।
তবুও তিনি পড়াশোনা ছাড়েননি এবং সাভার থেকে দৈনিক প্রায় ৫৫ কিলোমিটার পথ অতিক্রম করে সপ্তম সেমিস্টারের পড়াশোনা সম্পন্ন করেছেন। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করার পরামর্শ দিয়েছেন, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে।
নূর নবীর সাহায্য পাঠানোর ঠিকানা: মোবাইল ব্যাংকিং: বিকাশ বা নগদ ০১৭৯২৮২৩৬৫৪ (পারসোনাল), ব্যাংক একাউন্ট: অগ্রণী ব্যাংক লিমিটেড, সাভার শাখা, একাউন্ট নাম: মির নূর নবী, একাউন্ট নাম্বার: ০২০০০১৮৬২৮৬৮৪।
মন্তব্য করুন