

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অনেক কালচারাল ফ্যাসিস্ট আজ বিএনপির বড় বড় বুদ্ধিজীবী বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
আজ শুক্রবার (৭ই নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ডাকসু কর্তৃক বিপ্লব ও সংহতি দিবসে ‘জনতার নয়া রাজনীতির আকাঙ্ক্ষা: বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য যে ভূমিকা রেখেছেন, তা আজও অনন্য। তিনি গণমানুষের রাজনীতি, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। কিন্তু আজ যারা একসময় তার বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছিল, তারাই এখন তার আদর্শের উত্তরসূরি দাবি করছে।
তিনি বলেন, “যারা দেশে গুম, খুন, রাজনৈতিক দমন-পীড়ন ও সাংস্কৃতিক দখলদারিত্ব চালিয়েছে, তারাই এখন বিএনপির বড় বড় চিন্তাবিদ হিসেবে নিজেদের উপস্থাপন করছে — এটি দুঃখজনক।”
ডাকসু ভিপি আরও বলেন, বিপ্লব-পরবর্তী বাংলাদেশে নতুন করে ঐক্য গড়ে তোলা জরুরি। ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শহীদদের স্বপ্নের ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি মনে করিয়ে দেন, বিপ্লব ও সংহতি দিবস আমাদের শেখায়— কে বন্ধু আর কে শত্রু, সেটি সঠিকভাবে চিনতে পারা জরুরি। “আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারছি না,” মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন
