শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব: নাহিদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম
নাহিদ ইসলাম
expand
নাহিদ ইসলাম

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম নির্বাচনে ৩০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে।

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে না পারলে তিনি রাজনীতি থেকে সরে যাবেন।

এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, “আমরা ১০ বছরের লক্ষ্য ঠিক করেছি। এই সময়ের মধ্যে দেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে সরকার গঠন করতে চাই। যদি এ সময়ের মধ্যে সফল না হই, তবে আর রাজনীতিতে থাকব না।”

তিনি আরও বলেন, “আমরা রাজনীতিতে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা নিয়ে নেমেছি। ব্যক্তি বা নিজের স্বার্থের চিন্তা নয়, জনগণের কল্যাণ আমাদের লক্ষ্য। গণঅভ্যুত্থানের পর আমাদের দল ইতিমধ্যেই অনেক অগ্রগতি করেছে। এখন লক্ষ্য হলো সেই অগ্রগতিকে বাস্তবায়ন করা এবং জনগণকে ক্ষমতায়িত করা।”

এনসিপি তাদের যাত্রা শুরু করেছে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। নাহিদ বলেন, “আমরা ইতিমধ্যেই সেই জায়গায় পৌঁছেছি যা অনেক রাজনৈতিক দল ১৫–২০ বছরে অর্জন করে। ১০ বছরের মধ্যে আমরা সরকারের দায়িত্ব নিতে চাই এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন