

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলি প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
রোববার (২ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
দলীয় প্রতীক নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে এনসিপি অবশেষে ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণে রাজি হয়েছে। প্রায় ৪ মাস ৯ দিন ধরে ‘শাপলা’ প্রতীক নিয়ে টানাপড়েন চলার পর নির্বাচন কমিশন এই প্রতীকের বিষয়ে সম্মতি দেয়।
এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা ইসিতে তিনটি প্রতীক প্রস্তাব করেছিলাম—শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি। নির্বাচন কমিশন যদি শাপলা কলি প্রতীক দেয়, আমরা সেটাই নেব এবং নির্বাচনে অংশ নেব।
জোট গঠনের প্রশ্নে এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন, বিএনপি-জামায়াত যদি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও গডফাদার-নির্ভর রাজনীতি থেকে সরে আসে, তবে আমরা ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে ভাবতে পারি।
তিনি আরও বলেন, নির্বাচন যেদিনই হোক—অথবা এর আগে যদি গণভোটও অনুষ্ঠিত হয়—আমাদের একটাই দাবি, সেটা যেন হয় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।
মন্তব্য করুন
