সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে ‘শাপলা কলি’ প্রতীক মেনে নিচ্ছে এনসিপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
expand
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) কাছে তাদের নিবন্ধনের আবেদনে সংশোধনী এনে ‘লাল শাপলার’ পরিবর্তে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করে মেনে নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করেন আপনারা কি ‘শাপলা কলি’ প্রতীক নেবেন?

জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা শাপলা কলি নেব। তবে শাপলা কেন দেওয়া হবে না, সে ব্যাখ্যা আমরা এখনো পাইনি।

এনসিপির এ মুখ্য সমন্বয়ক আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

প্রতীকের তালিকা সংশোধন করে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি প্রতীকের জন্য ইসিতে আবেদন করা হয়েছে বলেও নাসীরুদ্দীন পাটওয়ারী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন