শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে ঢাকা ছাড়েন চরমোনাই পীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম
মুফতী রেজাউল করীম
expand
মুফতী রেজাউল করীম

দীর্ঘ নাটকীয়তা ও আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সঙ্গে থাকা বা না থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদিও এই বৈঠকে ছিলেন না দলটির আমীর মুফতী রেজাউল করীম।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এই সিদ্ধান্তের ঘোষণার সময়ও তিনি ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে যখন রাজধানীর আইডিইবি মিলনায়তনে জামায়াত-নেতৃত্বাধীন জোটের আসন ঘোষণার সংবাদ সম্মেলন চলছিল, তখন ইসলামী আন্দোলনের আমীর মুফতী রেজাউল করীম (চরমোনাই পীর) ঢাকাতেই অবস্থান করছিলেন।

তবে জোটের পক্ষ থেকে ২৫৩টি আসনের প্রার্থিতা ঘোষণা করায় রাজনৈতিক সম্পর্কে চরম শীতলতা তৈরি হয়।

ওই সংবাদ সম্মেলনের পরপরই তিনি গভীর রাতে বরিশালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বর্তমানে তিনি বরিশালে অবস্থান করছেন এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনলাইনে বা টেলিফোনে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X