শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের যে কথা চরমোনাই পীরের আত্মসম্মানে লেগেছে!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরের ‘একটি কথা’ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের আত্মসম্মানে লেগেছে বলে অভিযোগ করেছে দলটি।

দলের জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা কলেন।

এক প্রশ্নে জবাবে গাজী আতাউর রহমান বলেন, ‘আমাদের আত্মসম্মানে লেগেছে। প্রথম দিন থেকেই জামায়াত আমির চরমোনাই পীরকে ইনসাল্ট করেছেন। তিনি জরিপের (একটি জাতীয় পত্রিকার জরিপ) কথা বলে আমাদের আমিরকে ইনসাল্ট করেছেন। সেদিনই আমাদের আমির বলেছেন, তাদের হয়তো মতলব ভালো না। আমরা দেখলাম শেষ পর্যন্ত তারা এই জরিপের মধ্যেই ছিলেন। তারা বলেছেন, আপনাদের তো অনেক আসন দেওয়া হয়েছে, জরিপে তো এত পার্সেন্ট না।’

জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধভাবে নির্বাচন গেলে লক্ষ্য অর্জন হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

তিনি বলেন, ‘একটি কারণই নয়, রাজনৈতিক কারণের মধ্যে হচ্ছে আমরা যখন একই সঙ্গে নির্বাচন করব তখন উভয়ের পারস্পারিক সম্মানবোধ থাকতে হবে।

জামায়াত নেতারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বলেছেন তারা ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবেন।

আমাদের প্রশ্ন হল- তিনি একটি জোটে আছেন, এখানে জাতীয় সরকার হবে না কি সরকার হবে- এটা একটা মৌলিক প্রশ্ন। তিনি তো এই বিষয়টি আমাদের সঙ্গে আলোচনা করেননি। নির্বাচনের আগেই যদি সমন্বয় হয়ে যায় প্রতিদ্বন্দ্বী দলের সাথে, তাইলে এই নির্বাচন পাতানো হবে কিনা, সমঝোতার হবে কিনা সেটিও সন্দেহ চলে আসে।

ফলে আগামী দিনের সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা এই আশঙ্কাটা আমাদের মধ্যে আছে। যখন আস্থা, বিশ্বাস, শ্রদ্ধার জায়গা ভেঙে যায়, তখন জোট থাকে না।’

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবে উল্লেখ করে তিনি বলেন, ‘এতে আমাদের লক্ষ্য অর্জিত হবে না। তারা ইসলামের আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যাচ্ছে। জামায়াতে ইসলামীর লাখ লাখ কর্মী সমর্থকরা আল্লাহর আইন থেকে সরে গেলেন। প্রচলিত আইনে রাষ্ট্র শাসনের কথা বলায় আদর্শ থেকে বিচ্যুতি হয়েছে। জামায়াত ক্ষমতাকেই বড় করে দেখছে। আমরা তাদের ক্ষমতায় যাওয়ার পথে বাঁধা হতে চাই না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X