শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির বৈঠক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবিটি জামায়াতের ফেসবুক থেকে নেয়া
expand
ছবিটি জামায়াতের ফেসবুক থেকে নেয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মি. ব্রুস সোয়ারের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আরও অংশ নেন বাংলাদেশ, শ্রীলংকা ও মালদ্বীপ শাখার সহকারী পরিচালক মিস স্টেসি লি ওয়াকার, বাংলাদেশ শাখা-১ (দ্বিপাক্ষিক) এর সহকারী পরিচালক মিস ব্রুক সিম্পসন এবং বাংলাদেশ শাখা-২ (রোহিঙ্গা) এর সহকারী পরিচালক মিস মিশ খান।

ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বৈঠকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন এবং গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকা তুলে ধরা হয়।

পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক, ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচিগুলোতে অস্ট্রেলিয়ান সরকারের সম্ভাব্য সহযোগিতা নিয়েও বিস্তারিত মতবিনিময় করা হয়।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপ শাখার মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান, বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি নাগরিক ড. আবদুল মান্নান, ব্যারিস্টার ওসমান গণি এবং আহমদুল্লাহ সাদি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X