

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সবার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি এ কথা লিখেন।
জামায়াত আমির পোস্টে লিখেছেন, ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
পোস্টে তিনি আরো লেখেন, অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তা'আলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ।
এদিকে তার পোস্টে ১ ঘণ্টায় এ ১৪ হাজারের বেশি কমেন্ট পড়েছে। শেয়ার হয়েছে ৪ হাজারের বেশি।
খালিদ সাইফুল্লাহ মহিউদ্দিন নামের একজন কমেন্টে লিখেছেন, অনেকেই খুশি হয়েছেন। কিন্তু দু'পক্ষই ক্ষতিগ্রস্ত। লাভবান তৃতীয় পক্ষ। এ জীবনে হয়তো ইসলামী দলগুলোর এক হওয়া দেখে যেতে পারবো না।
অপর এক কমেন্টে মো. এনামুল ইসলাম লিখেছেন, সবাই মিলে সুন্দর একটা আওয়াজ তুলছিলেন, কিন্তু শেষটা সুন্দর হয় নাই।
মন্তব্য করুন

