রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম
মঞ্জুরুল আহসান মুন্সী ও হাসনাত আব্দুল্লাহ
expand
মঞ্জুরুল আহসান মুন্সী ও হাসনাত আব্দুল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) এ সংক্রান্ত আবেদন জমা দেন তিনি।

এদিকে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নিয়েও জটিলতা তৈরি হয়েছে। বৃহস্পতিবার তার ঋণখেলাপি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ চেম্বার আদালত বাতিল করেন। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। শুনানি শেষে তিনি জানান, আদালতের আদেশ অনুযায়ী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবেই বিবেচিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের সুযোগ নেই।

উল্লেখ্য, এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম সাময়িকভাবে স্থগিত করেছিলেন। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ ওই আদেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক চেম্বার আদালতে আবেদন করে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। আপিলের শুনানি শুরু হবে আগামী ১০ জানুয়ারি এবং তা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X