

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।দলীয় সূত্র এমনটাই জানিয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এনসিপির পক্ষ থেকে জানা যায়, তাকে দলের মুখপাত্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে আজ সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এদিকে জানা গেছে, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও সংগ্রহ করা হয়েছে তার পক্ষে। কুমিল্লা সদরের দক্ষিণ রসুলপুর এলাকার এনসিপি কর্মী রমজানুল করিম গত বুধবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি গোপন থাকলেও কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা গত শনিবার তথ্যটি নিশ্চিত করেন।
এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হকও মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসিফ মাহমুদের জাতীয় পরিচয়পত্রও দলে পাঠানো হয়েছে এবং তারা আশা করছেন তিনি মুরাদনগর থেকেই প্রার্থী হবেন।
মনোনয়নপত্রে তার বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগরের আকবপুর উল্লেখ রয়েছে।
তবে এর আগে, গত ১০ ডিসেম্বর উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়িয়ে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং ওই আসনের ভোটার হিসেবে নামও অন্তর্ভুক্ত করেন। একই আসনে তিনি প্রচারকাজও চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন

