

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ‘রুপক নন্দী’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে তাকে উদ্দেশ করে কঠোর ভাষায় সতর্কবার্তা দেওয়া হয়। ওই পোস্টে ভয়াবহ পরিণতির ইঙ্গিতের পাশাপাশি তাকে হাতিয়া এলাকায় নিষিদ্ধ করার কথাও উল্লেখ করা হয়, যা অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া পোস্টে হান্নান মাসউদের উদ্দেশে লেখা হয়, আগুন নিয়ে খেললে তার পরিণতি ভয়াবহ হতে পারে। পাশাপাশি সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের অনুসারীদের নাম উল্লেখ করে দাবি করা হয়, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে হান্নান মাসউদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি অভিযোগে বলা হয়, একই সময় আব্দুল হালিম আজাদের ছেলে ইসরাত রায়হান অমি সামাজিক যোগাযোগমাধ্যমের মেসেঞ্জারে এনসিপির এক কর্মীকে উসকানিমূলক বার্তা পাঠান। বার্তায় হুমকির সুরে বলা হয়, আব্দুল হালিম আজাদের গ্রেপ্তারের চেষ্টা হলে হান্নান মাসউদসহ এনসিপির নেতাদের হাতিয়ার উত্তর অংশে চলাচলে বাধা দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ার রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বিরাজ করছে। আব্দুল হালিম আজাদের রাজনৈতিক অবস্থান ও সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে গুঞ্জনের জেরে এনসিপি প্রার্থী হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে তার অনুসারীদের মধ্যে বিরোধ তীব্র হয়েছে। এ প্রেক্ষাপটেই এ ধরনের হুমকির ঘটনা ঘটছে বলে স্থানীয়দের ধারণা।
এ ঘটনায় সাধারণ ভোটার ও এনসিপি সমর্থকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক ভোটার বলেন, নির্বাচনের আগে একজন প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে এমন হুমকি গণতন্ত্র ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
অভিযোগ প্রসঙ্গে আব্দুল হান্নান মাসউদ বলেন, এসব হুমকিতে তিনি আতঙ্কিত নন। তার ভাষায়, জুলাই অভ্যুত্থানের সময় জীবনের ঝুঁকি নিয়েও তারা ভয় পাননি, সেখানে এ ধরনের হুমকির কাছে নতি স্বীকার করার প্রশ্নই আসে না। তিনি অভিযোগ করেন, প্রশাসনের সময়োপযোগী কঠোরতা না থাকায় সন্ত্রাসীরা সাহস পাচ্ছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে যারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য করুন

