সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপিতেই যোগ দিচ্ছেন আসিফ-মাহফুজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম
expand
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগকারী দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন।

আগামী এক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দলে যোগদানের ঘোষণা আসবে বলে এনসিপির শীর্ষ নেতা ও দুই নেতার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন এ দুই নেতা।

ইতিমধ্যে ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

অন্যদিকে লক্ষ্মীপুর-১ আসন থেকে মাহফুজ আলম প্রার্থী হবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ১২৫ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা এনসিপি এই দুটি আসনে কোনো প্রার্থী দেয়নি।

দুই সাবেক উপদেষ্টার এনসিপিতে যোগদানের বিষয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, শেখ হাসিনার পতন ঘটানো চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম দুই ছাত্রনেতা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে তাদেরই প্রতিষ্ঠিত দলে যোগ দেওয়াটাই স্বাভাবিক।

তবে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যুক্ত হওয়ার ঘোষণা কয়েক দিনের মধ্যে তাদের পক্ষ থেকেই আসবে।

গত ফেব্রুয়ারিতে উপদেষ্টার পদ ছেড়ে এনসিপির প্রতিষ্ঠাতাকালীন আহ্বায়কের দায়িত্ব নিয়েছিলেন অভ্যুত্থানের আরেক নেতা নাহিদ ইসলাম।

দুই নেতার যোগদান নিয়ে এনসিপির এক নীতিনির্ধারণী নেতা জানান, আসিফ দলটিতে যোগ দিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব ও আহ্বায়কের পরের পদমর্যাদা চান। মাহফুজ আলম দলে গুরুত্বপূর্ণ অবস্থান চাইছেন।

এসব বিষয়ে দরকষাকষির কারণেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে বিলম্ব হচ্ছে। তবে তারা দুজনই এনসিপিতেই আসছেন বলে তিনি নিশ্চিত করেন।

এর আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের পর গণমাধ্যমে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই।

তিনি যদি জাতীয় নাগরিক পার্টি, এনসিপিতে আসেন আমরা তাকে স্বাগত জানাব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X