

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজামুখী মানবিক সহায়তাবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরাইলি হামলা ও কয়েকটি জাহাজ আটকানোর ঘটনায় কড়া নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি লেখেন, নিরস্ত্র বেসামরিক স্বেচ্ছাসেবক ও চিকিৎসা–ত্রাণবাহী এ বহরে ইসরাইলি বাধা শুধু ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন নয়, বরং বৈশ্বিক মানবিক বিবেকের প্রতি অবমাননা। তার মতে, এই নৌবহর ছিল সংহতি, সহমর্মিতা ও অবরুদ্ধ মানুষের জন্য আশার প্রতীক। তিনি আরও জানান, ফিলিস্তিনি জনগণ যতদিন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকবে, ততদিন মালয়েশিয়া তাদের পাশে থাকবে।
ত্রাণবাহী এই আন্তর্জাতিক নৌবহরে রয়েছে ৪০টির বেশি জাহাজ, যেখানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আয়ারল্যান্ড, স্পেন, বেলজিয়ামসহ প্রায় ৪৪ দেশের প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নিয়েছেন। এদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, মানবাধিকারকর্মী, আইনজীবী, চিকিৎসক ও সাংবাদিক। বহরের প্রথম অংশ গত ৩১ আগস্ট বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিউনিসিয়া, ইতালির সিসিলি ও গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও নৌযান যুক্ত হয়।
ইসরাইল শুরু থেকেই অভিযোগ করে আসছে, এই নৌবহরের সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের যোগসূত্র রয়েছে, যদিও তাদের দাবি প্রমাণিত হয়নি। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সকালে ফ্লোটিলাটি গাজায় পৌঁছানোর কথা ছিল।
মন্তব্য করুন
