

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী জানিয়েছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একাত্তরে কল্পিত ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণই তার লক্ষ্য।
দুর্নীতি ও বেকারত্বমুক্ত দেশ গড়াকে তিনি এবার নির্বাচনী অঙ্গীকার হিসেবে তুলে ধরেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলন, সব ক্ষেত্রেই সব ধর্মের মানুষ জীবন দিয়েছে।
তাই ‘সংখ্যালঘু’ শব্দ দিয়ে কাউকে আলাদা করার প্রয়োজন নেই।
তিনি বলেন, মসজিদ- মন্দির, সব ধর্মীয় উপাসনালয় নিরাপদ ও উন্মুক্ত থাকবে। বক্তব্যে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের হাতে নিহত বিশ্বজিৎ দাসের কথাও স্মরণ করেন।
জামায়াতের কোনো সংসদ সদস্য বা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই দাবি করে তিনি বলেন, যারা কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনে নামেন, তারা জনগণের উন্নয়ন নয়, টাকার হিসাব ফেরত পাওয়ার দিকেই বেশি মনোযোগী হন।
ভোট কেনাবেচা এবং বিদেশে অর্থপাচারের বিষয়ে সরকারকেও তিনি দায়ী করেন।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবর্তন চান যারা, তারা ঘরে বসে থাকলে হবে না। পরিবার-পরিজন ও পরিচিতদের ভোট দিতে উৎসাহিত করতে হবে।
মন্তব্য করুন
