শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
বসুন্ধরায় মঙ্গলবার জামায়াত আমিরের বাসায় আসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার
expand
বসুন্ধরায় মঙ্গলবার জামায়াত আমিরের বাসায় আসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার

জামায়াতে ইসলামী’র আমির শফিকুর রহমান এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার।

৯ সেপ্টেম্বর মঙ্গলবার সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় বসুন্ধরার জামায়াত আমিরের বাসায়। পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে ছিলেন তাদের রাজনৈতিক কাউন্সেলর কামরান ধাংগল।

জামায়াতে ইসলামী’র তরফে উপস্থিত ছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।

সাক্ষাতের পর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, “দুই ভ্রাতৃপ্রতীম দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। পাশাপাশি উভয় দেশের সম্পর্ক ভবিষ্যতে কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X