মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে ১৮ কোটি মানুষের বিজয় চাই: জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের বস্তাপচা রাজনীতিকে পায়ের নিচে চেপে রেখে নতুন ধারার রাজনীতি শুরু করতে চান তারা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় ম্যারাথন উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর একটি পরিবার, একটি গোষ্ঠী ও একটি দলকে সুবিধা দিতে রাষ্ট্রের সব ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছিল।

‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তারা দেশকে ‘শ্মশান বাংলায়’ পরিণত করেছে।

জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল।

কিন্তু অতীতের বস্তাপচা সব রাজনীতিকে আমরা পায়ের নিচে চেপে সমাপ্তি টানতে চাই। নতুন বাংলাদেশের নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই।

ফেব্রুয়ারির নির্বাচন দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে এমনটা জানিয়ে শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে আমরা আমাদের দলীয় বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়।

আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচন হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র থাকলে তা জনগণ প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে জনগণই তা প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে।

নির্বাচন কমিশন সম্পর্কে জামায়াত আমির বলেন, কমিশনের কাছে তারা কোনো বিশেষ আনুকূল্য চান না। তবে যদি কোনো একটি দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

বিজয় দিবস উপলক্ষে সকাল ৭টা ৫৫ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যান থেকে জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব ম্যারাথন শুরু হয়।

ম্যারাথনটি কাঁটাবন মোড়, সাইন্সল্যাব, কলবাগান, ধানমন্ডি হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। সেখানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X