মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এক দল অপকর্ম করে গেছে, আরেক দল বেশি শক্তি দিয়ে চাঁদাবাজি করছে: জামায়াতের আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান
expand
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এক দল অপকর্ম করে গেছে, আরেক দল আরও বেশি অপকর্ম করছে—বেশি শক্তি দিয়ে চাঁদাবাজি করছে, নিজেরা মারামারি করছে। যে দল সংস্কারে রাজি ছিল না, গণভোটেও রাজি ছিল না। যারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করবে, তাদেরকে জনতা রুখে দেবে।’

আজ শনিবার বেলা ১২টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ৮ দলের ব্যানারে শুরু হওয়া বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এসময় ডা. শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিস্টরা দেশ ছেড়ে চলে গেলেও দেশে এখনো ফ্যাসিজমের কালো ছায়া রয়ে গেছে।’

সমাবেশে অন্যান্য দলের শীর্ষ নেতারা বলেন, সংসদ নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিত করতে সমমনা ৮টি রাজনৈতিক দল একযোগে কাজ করবে। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ তাদের ৫ দফা দাবিতে বিভিন্ন কর্মসূচিও চলমান থাকবে।

গেল ৩০ নভেম্বর থেকে ৮ দলের ব্যানারে শুরু হওয়া বিভাগীয় সমাবেশের আজ ছিল শেষ দিন। বিভাগের ৪১ উপজেলার ৮ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X