

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা নানা আলোচিত কর্মকাণ্ডের কারণে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) তার একটি নতুন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা আরও তীব্র হয়।
ভিডিওতে দেখা যায়—কুষ্টিয়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে টেবিলের উপর দাঁড়িয়ে তিনি নির্বাচনী বক্তব্য দিচ্ছেন, আর তার পাশের চেয়ারে কয়েকজন লোক বসে আছেন।
শ্রোতাদের চেয়ারে বসানো অবস্থায় প্রার্থী নিজে টেবিলের ওপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়াকে অনেকেই শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেছেন। তাদের মতে, ছোট পরিসর হলেও একটি মঞ্চ কিংবা উপযুক্ত উঁচু স্থান ব্যবহার করাই শ্রেয় ছিল।
এ বিষয়ে আমির হামজা বলেন, তিনি একটি মঞ্চেই অবস্থান করছেন এবং পরে বিস্তারিত জানাবেন।
মন্তব্য করুন

