

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করেছে দলটি। এ আসনে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে জামায়াতের পক্ষ থেকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ওই আসনে জরুরি রুকন (সদস্য) সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন দলের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।
এর আগে চুনারুঘাট-মাধবপুর আসনে জামায়াতের প্রার্থী ছিলেন হবিগঞ্জ জেলা আমির মাওলানা মুখলিসুর রহমান।
জানা যায়, মাওলানা মুখলিছুর রহমান জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও হবিগঞ্জ জেলা আমির। সোমবার সন্ধ্যায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানান।
মন্তব্য করুন

