মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে জামায়াতের প্রাথমিকভাবে ঘোষিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে সমর্থন জানান।

জানা যায়, মাওলানা মুখলিছুর রহমান জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও হবিগঞ্জ জেলা আমির। সোমবার সন্ধ্যায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানান।

পোস্টে তিনি লেখেন, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে জামায়াতে ইসলামী কর্তৃক প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমে প্রতিটি ইউনিয়নে তিনি নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছেন। মাঠের মানুষ, সাধারণ ভোটার এবং দলের কর্মীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, সাড়া ও উৎসাহকে তিনি জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই—ব্যক্তিগত পদ-পদবি বা মনোনয়ন নয়; আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা। তাই আমি নিজে এবং আমার সহকর্মীরা পূর্বের মতোই পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে কাজ চালিয়ে যাবো।

চুনারুঘাট-মাধবপুরের সব নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে জামায়াতের এ নেতা বলেন, ব্যক্তিগত পছন্দ–অপছন্দ ভুলে গিয়ে, বিভ্রান্তি ও আবেগের ঊর্ধ্বে উঠে, সংগঠনের সিদ্ধান্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।

তিনি বলেন, আমাদের ঐক্যই আমাদের শক্তি—আর এই শক্তিই ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাকে বিজয়ের পথে নিয়ে যাবে।

আল্লাহ আমাদের কাজে বারাকাহ দিন এবং ন্যায়-সত্যের পথে আমাদের দৃঢ় রাখুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X