শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন ৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
গাজীপুরের শ্রীপুরে ৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করা হয়
expand
গাজীপুরের শ্রীপুরে ৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করা হয়

গাজীপুরের শ্রীপুরে ৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামে গারোপাড়ায় চাকমা, ত্রিপুরা, বর্মণ, গারো, কোচ, উড়াং ও সাওতাল সম্প্রদায়ের সদস্যরা গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর কাছে ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণে কাজ করেছেন। আগামী দিনের রাষ্ট্রনায়ক ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সরকারি জমিতে অনেককে বাড়ি দেওয়া হলেও দেশের প্রকৃত খেটে খাওয়া মানুষ বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কোনো বাড়ি তৈরি হয়নি। সেই সময়ে দলীয় পরিচয়ে চাকরি ও সরকারি সুবিধা পাওয়া যেত, কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ সরকারি জমি থেকে উচ্ছেদ হতো।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান, ট্রাইভেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, শ্রী নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, শ্রী অজিত চন্দ্র বর্মণ, শ্রী বিনয় চন্দ্র বর্মণ, শ্রী সবুজ কান্ত বর্মণ, মানিক সাংমাসহ ৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন