শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেবীদ্বারে ৬ বছরের শিশুকে চাপা দিল ট্রাক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ইউছুফপুর বাস স্ট্যান্ড এলাকায় শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৭টায় মায়ের হাত ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাটি বোঝাই একটি ট্রাকের চাপায় ছয় বছরের হাফেজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত হাফেজ দেবীদ্বার উপজেলার মোগসাইর (এগারগ্রাম) গ্রামের ওমান প্রবাসী মো. আলী হোসেনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট।

স্থানীয় ও স্বজনদের বরাতে জানা যায়, সকালে মা কুলসুম বেগমের হাত ধরে হাফেজ মুরাদনগরের ঘোষঘর গ্রামে খালার বাড়ি যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।

পাশে দাঁড়িয়ে চুপচাপ চিপস খাচ্ছিল। ঠিক সেই সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাটি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এসে তাকে চাপা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ও অটোরিকশাচালক মো. নবী হোসেন জানিয়েছেন, তারা ঘাতক ট্রাকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, “ট্রাকটি জব্দ করা হয়েছে এবং শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন