শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে মুছতে পারবে না: ফজলুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান
expand
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান

পদ স্থগিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, বাঁচব বা মরব, কোনো রাজাকার-আলবদরের বাচ্চা এই দেশের মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না।

গত বুধবার (১০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের মিঠামইন বাজার শেডে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে কেউ কবর দিতে পারবে না এবং ৩০ লাখ শহীদের রক্ত বৃথা যাবে না। তিনি সতর্ক করে বলেন, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তাদের সঙ্গে কোনো আলোচনাই সম্ভব নয়।

ফজলুর রহমান স্থানীয় মানুষ ও মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, জীবন-মরণে আমি আপনাদের ছেড়ে যাব না। মৃত্যুর পরও আমার লাশ এই এলাকায় থাকবে। কোনও রাজাকার-আলবদরের বাচ্চা মুক্তিযুদ্ধকে এ দেশ থেকে মুছতে পারবে না।

পদ স্থগিত হওয়া প্রসঙ্গে তিনি আরো বলেন, দল আমাকে তিন মাসের শাস্তি দিয়েছে, আমি তা মেনে নিয়েছি। তবে আমি কোনো অপরাধী নই। আগামী নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। এই নির্বাচনে আমি আমার দলের মার্কা চাই।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আশরাফ ভূঁইয়া, ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা এবং ছেলে ব্যারিস্টার অভীক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন অনেক বীর মুক্তিযোদ্ধা। বিকেলে স্থানীয় জনগণ ও বিএনপি নেতা-কর্মীরা মিছিলের মাধ্যমে মিঠামইন সদরে এসে ফজলুর রহমানকে অভিনন্দন জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন