শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০১:১৪ পিএম
expand
দলীয় প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, এর ফলে নির্বাচনের স্বচ্ছতা হুমকির মুখে পড়তে পারে।

শনিবার (৪ অক্টোবর) সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, “ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিতে প্রস্তুত। তারা অতীতের মতো সাজানো বা ‘ডামি’ নির্বাচন চাইছে না। কিন্তু দলীয় অনুগত প্রশাসন দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

তিনি আরও উল্লেখ করেন, “বর্তমানে নতুন ইস্যু তৈরি করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। ভ্রান্ত তথ্য ও মিথ্যা পরিসংখ্যানের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যাবে না। গত ১৫ বছরে যারা আপসহীন লড়াই করেছে, সাধারণ মানুষ তা ভালোভাবে জানে।”

এছাড়া রিজভী ভারতের পূজা মণ্ডপে ড. ইউনূসের বিষয়ে বিকৃত তথ্য ছড়ানোর সমালোচনাও করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন