মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
expand
মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা 

সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি বার্তা দিয়েছেন আলোচিত ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী। সোমবার ( ১৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি।

আজহারি তার পোস্টে বলেন, সম্প্রতি কিছু কুচক্রী প্রতারক মহল সোশ্যাল মিডিয়াতে আমার ছবি, ভিডিও এবং এমনকি আমার ভয়েস ক্লোন করে ডিজিটাল মাধ্যমে নানা ধরণের প্রতারণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরণের ভুয়া প্রোডাক্ট প্রমোশন, চিকিৎসা সেবা, বিশেষ করে ওষুধি পণ্যের অবৈজ্ঞানিক, বিভ্রান্তিকর ও বিব্রতকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

এসব কন্টেন্ট দেখে, এআই সম্পর্কে ওয়াকিবহাল নন এমন অনেক শুভাকাঙ্ক্ষী ভাই-বোনেরা আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন। অনেকের মনে আমাদের ব‍্যাপারে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে। যা আমার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তিনি বলেন, ইদানীং এসব ভুয়া পণ্য বা ওষুধের জন্য হাসানাহ ফাউন্ডেশনের অফিশিয়াল নম্বরে প্রতিনিয়ত ফোনকল আসছে।

যা ফাউন্ডেশনের দাপ্তরিক কার্যক্রমে চরম বিঘ্ন ঘটাচ্ছে। এসব প্রচারণার সঙ্গে আমার বা আমাদের ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই। আমার পরিচয় ব্যবহার করে এ ধরনের কোনো পণ্য বিক্রির চেষ্টা করা হলে তা সম্পূর্ণ ভুয়া এবং অনৈতিক। আজহারি বলেন, ইতিমধ্যেই আমরা এসব প্রতারক মিডিয়া ও পেজগুলোর একটি তালিকা প্রস্তুত করেছি।

যা শিগগিরই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে। অনতিবিলম্বে এসব কন্টেন্ট রিমুভ না করলে, দেশ বা দেশের বাইরে যেখান থেকেই এ ধরনের প্রতারণা চালানো হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা এমন কঠোর পদক্ষেপ নিতে চাই না। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জনস্বার্থে ও ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে এটি অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। সব প্রতারকচক্রের প্রতি এটি আমাদের পক্ষ থেকে ফাইনাল ওয়ার্নিং।

অনতিবিলম্বে এসব প্রতারণামূলক কার্যক্রম বন্ধ না করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। তিনি আরো বলেন, আশা করি, যেসব চক্র এ ধরনের গর্হিত কাজে জড়িত— তারা অনতিবিলম্বে এসব অপকর্ম থেকে সরে আসবে। আল্লাহ আপনাদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতাকে হালাল ও পজিটিভ কাজে ব্যবহার করে উত্তম পন্থায় রিজিক তালাশের তাওফিক দিন। পরিশেষে শুভাকাঙ্ক্ষীদেরকে বিশেষভাবে অবগত করতে চাই— কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে আমাদের অফিশিয়াল সোর্স থেকে সত্যতা যাচাই করে নিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X