

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনোই প্রতিহিংসামূলক রাজনীতিতে বিশ্বাস করতেন না। তিনি ছিলেন রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে এক রাষ্ট্রনায়ক।
শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা ও আইনজীবী অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মঈন খান বলেন, চিন্তা, কর্মদক্ষতা ও মানুষের প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে খালেদা জিয়া নিজেকে একজন পূর্ণাঙ্গ রাষ্ট্রনায়কে পরিণত করেছিলেন। তার রাজনীতি ছিল সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধনির্ভর।
তিনি আরও বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা শেখানোর ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান অনন্য। তার নেতৃত্বে কাজ করার সময় কোনো দিন তিনি মন্ত্রীদের ওপর হস্তক্ষেপ করেননি। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে এক দিনের জন্যও তিনি কোনো নির্দেশ বা চাপ অনুভব করেননি।
স্মৃতিচারণ করে মঈন খান জানান, প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও খালেদা জিয়া মন্ত্রীদের পূর্ণ স্বাধীনতা দিতেন। এমনকি একবার একজন সচিবকে তার মন্ত্রণালয়ে পদায়নের বিষয়ে আগেই মতামত জানতে চেয়েছিলেন, যা তার নেতৃত্বের উদারতার প্রমাণ।
শোকসভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, খালেদা জিয়ার নেতৃত্বগুণের পাশাপাশি তার মধ্যে ছিল গভীর মাতৃত্ববোধ। তিনি বলেন, দেশের মানচিত্র যত দিন থাকবে, খালেদা জিয়ার নাম তত দিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম। তিনি বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন, আপসহীন নেতৃত্ব ও দেশের জন্য তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
আইনজীবী অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নাজিম উদ্দীন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন

