মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সব রেকর্ড ভেঙে দিলো সোনার দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম
সোনার গহনা
expand
সোনার গহনা

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিপ্রতি সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ২২ ক্যারেট মানের সোনার দাম দাঁড়িয়েছে ভরিতে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে গত ২০২৫ সালের ২৭ ডিসেম্বর সোনার সর্বোচ্চ দাম ছিল ভরিতে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।

সোমবার (১২ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্যতালিকা প্রকাশ করে। ঘোষিত দাম আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দামের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায়। ২১ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ভরিতে ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকায়।

একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৯ টাকা। ২১ ক্যারেটের রুপা ভরিপ্রতি ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X