বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
মায়ের জানাজায় সম্পন্ন হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন তারেক রহমান
expand
মায়ের জানাজায় সম্পন্ন হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় সম্পন্ন হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন তারেক রহমান।

এসময় তিনি বলেন, আমার মা বেগম খালেদা জিয়া করো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিবেন। মায়ের জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া যদি জীবিত থাকা অবস্থায় কারো কাছে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই জানাজাস্থলে নেতাকর্মীরা আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। বিকেল ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X