

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের নিকলী ও কটিয়াদী উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নিকলী উপজেলার কুর্শা এলাকায় অবস্থিত মেসার্স কামাল ব্রিকস ও মেসার্স আলতাফ ব্রিকস এবং কটিয়াদী উপজেলার করগাঁও এলাকায় অবস্থিত মেসার্স শাপলা ব্রিকসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ইটভাটাগুলোর চিমনি ও কিলন ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে ভাটাগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব-১৪, জেলা ও উপজেলা পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
