বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় সংসারও ভাঙল জনপ্রিয় সংগীতশিল্পীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
সালমা আক্তার ও সানাউল্লাহ নূরে সাগর। ছবি: ফেসবুক
expand
সালমা আক্তার ও সানাউল্লাহ নূরে সাগর। ছবি: ফেসবুক

কণ্ঠশিল্পী সালমা আক্তারের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে সাগর।

মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তবে তাদের বিচ্ছেদের তারিখ উল্লেখ করেননি তিনি।

নিজের পোস্টে সানাউল্লাহ নূরে সাগর লিখেছেন, সালমার সঙ্গে তার দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে। পারস্পরিক মতের অমিল, ভাবনা ও মানসিকতার দূরত্বই আলাদা হওয়ার প্রধান কারণ বলে জানান তিনি। একই সঙ্গে সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে সংসার জীবনের ইতি টানার কথা উল্লেখ করেন এবং বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানান।

সালমা ও সানাউল্লাহ নূরে সাগরের একটি কন্যা সন্তান রয়েছে। সন্তানের মা হিসেবে সালমা আজীবন তার কাছে সম্মান ও মর্যাদার স্থানে থাকবেন বলেও বলেন সানাউল্লাহ।

তিনি লিখেছেন, ‘আমরা দুটি মানুষ আলাদা হলেও, আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। সর্বোপরি জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চির কৃতজ্ঞ! ধন্যবাদ সবাইকে!’

উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে সালমার প্রথম বিয়ে হয় ২০১১ সালে। পরের বছর তাদের সংসারে কন্যা আসে। তবে দাম্পত্য কলহের জেরে ২০১৬ সালের নভেম্বরে তাদের ছাড়াছাড়ি হয়। এরপর ২০১৮ সালে ৩১ ডিসেম্বর ময়মনসিংহের ছেলে আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন কণ্ঠশিল্পী সালমা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X