

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর একটি হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি হাসপাতালে গিয়ে তার সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
হাসপাতালে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলে জামায়াত আমির শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের বর্তমান চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
এ সময় তিনি তার সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান।
পরে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর দরবারে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনসহ ঢাকা মহানগরী দক্ষিণ এনডিএফের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন

