মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ হাদির মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
চিকিৎসকের সঙ্গে কথা বলছেন হাসপাতালে আমীর ডা. শফিকুর রহমান
expand
চিকিৎসকের সঙ্গে কথা বলছেন হাসপাতালে আমীর ডা. শফিকুর রহমান

শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর একটি হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি হাসপাতালে গিয়ে তার সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

হাসপাতালে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলে জামায়াত আমির শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের বর্তমান চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

এ সময় তিনি তার সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান।

পরে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর দরবারে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনসহ ঢাকা মহানগরী দক্ষিণ এনডিএফের নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X