

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কনকনে শীতের মাঝেই দেশের আবহাওয়া নিয়ে নতুন সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন সারাদেশে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। এর পাশাপাশি কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
ফলে বিমান চলাচলসহ সড়ক ও নৌ যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টার পর থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। যদিও রাত ও দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে কুয়াশার প্রভাবে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
রাজধানী ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। সকাল ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা ছিল প্রায় ৯৩ শতাংশ।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
এ সময়ও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বুধবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বৃহস্পতিবার দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার আভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ২ ও ৩ জানুয়ারি দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে কিছু এলাকায় ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সংস্থাটি আরও সতর্ক করে জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে আবারও রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। ফলে জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন

