

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যে সিলেটে অবতরণ করবে বিমানটি। বিমানে বসে দেশে ফেরার ছবি পোস্ট করে যা লিখলেন তারেক রহমান।
দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ের নির্বাসিত জীবন কাটিয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি ২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টা ৪৫ মিনিট নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
দীর্ঘ নির্বাসনের অবসানে স্বদেশে ফেরার আবেগঘন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব অনুভূতি প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে, আকাশপথে ভ্রমণের সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি মাত্র এক শব্দের একটি স্ট্যাটাস পোস্ট করেন। স্ট্যাটাসে লেখা ছিল ‘ফেরা’।
সঙ্গে প্রকাশ করেন বিমানে বসে তোলা নিজের একটি ছবি। এক শব্দের এই বার্তায় তিনি যেন প্রত্যাবর্তনের আবেগ, স্মৃতি ও প্রত্যাশার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
মন্তব্য করুন

