রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে ধানমন্ডির বাসায় ডা. জোবাইদা রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান
expand
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দেশে পৌঁছে খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি দেখে এসেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার হালনাগাদ জানতে চান। এরপর তিনি ধানমণ্ডিতে মায়ের বাসায় যান।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশের বিজে–৩০২ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা পৌঁছানোর পরপরই হাসপাতালের দিকে যান তিনি।

এদিকে খালেদা জিয়ার বিদেশে নেয়ার প্রক্রিয়া একদিন পিছিয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স কারিগরি ত্রুটির কারণে শুক্রবার ঢাকায় আসতে পারেনি। সব ঠিক থাকলে শনিবার এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X