সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যে দুই কারণে খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
expand
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা শুরু সম্ভব হয়নি।

মূলত দুইটি কারণকে সামনে এনে বিএনপি সূত্র জানিয়েছে কাতারের আমিরের উদ্যোগে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো ঢাকায় পৌঁছায়নি এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভ্রমণের জন্য পুরোপুরি অনুকূল নয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতার থেকে পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় তা সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। এ কারণে শুক্রবারের যাত্রা আর সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, বিমানটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। যদি চিকিৎসকদের মূল্যায়নে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি ভ্রমণের উপযোগী থাকে, তাহলে রবিবার তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান বৃহস্পতিবার জানান, কাতারের আমিরের পক্ষ থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, তাতে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় উড্ডয়নে দেরি হচ্ছে। ফলে লন্ডন যাওয়ার সময়সূচিতে পরিবর্তন এসেছে এবং নতুন সময় পরে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, কাতারের আমিরের ব্যক্তিগত উদ্যোগে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যাধুনিক সুবিধাসম্পন্ন, যেখানে অপারেশন থিয়েটারসহ জরুরি চিকিৎসার সব ব্যবস্থা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X