শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকলে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-ফাইল ছবি
expand
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-ফাইল ছবি

এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। টানা ছয় দিন ধরে তিনি সিসিইউতেই আছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে চীন থেকে এভারকেয়ার হাসপাতালে আসছেন আরেকদল বিশেষজ্ঞ চিকিৎসক।

আজ দুপুর ১২টায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য জানান।

তিনি বলেন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসকরা ডাক দিলে কিছুটা সাড়া দেওয়ার চেষ্টা করছেন।

তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার আগের চেয়ে ভালো আসছে। চীন থেকে আরেকটি টিম আসছে। তারা দুপুরেই কাজ শুরু করে দিবেন।

খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে আসবেন, জবাবে তিনি বলেন, সপ্তাহ দেড়েকের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন।

এদিকে গতকাল রাতে টানা দুই আড়াইঘণ্টা বৈঠক করেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড। যেখানে দেশি-বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক যুক্ত হন।

লন্ডন ক্লিনিকের বিখ্যাত চিকিৎসক প্যাট্রিকও ছিলেন। যার অধীনে খালেদা জিয়া লন্ডনে মাসব্যাপী চিকিৎসা নিয়েছেন। স্কাইপে যুক্ত ছিলেন ছেলে তারেক রহমান, ছেলের বউ ডা. জুবাইদা রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X