

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনীতিতে দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ ও চ্যালেঞ্জের পর আমরা একটি নতুন সুযোগ অর্জন করেছি।
এই সুযোগের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার রাস্তা তৈরি হয়েছে।
তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নানা সংস্কার কমিশন গঠন করেছে।
এসব কমিশনের কার্যক্রমের মাধ্যমে আমরা গণতান্ত্রিক সংস্কারের দিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছি। বর্তমানে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি হয়েছে।”
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনের ঘোষণা দিয়েছে এবং সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণ এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবেন এবং দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অবদান রাখবেন।
বিএনপির অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি সরকার পরিচালনার ক্ষেত্রে বহুবার অভিজ্ঞতা অর্জন করেছে।
এই অভিজ্ঞতা থেকে বলা যায়, যদি বিএনপি দায়িত্ব গ্রহণ করে, তাহলে দেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।”
চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে মহাসচিব জানান, তিনি বর্তমানে গুরুতর অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন। “দেশবাসী তার সুস্থতার জন্য দোয়া করছেন।
আমরা প্রত্যাশা করি, আল্লাহ্ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফেরত আনবেন, যাতে দেশের কাজে তিনি অবদান রাখতে পারেন।”
তিনি আরও বলেন, “চিকিৎসা বিষয়ক সব কার্যক্রম ডা. জাহিদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
দেশের এবং বিদেশের চিকিৎসকরা সমন্বিতভাবে সর্বোচ্চ চেষ্টা করছেন। বিস্তারিত তথ্য প্রয়োজন হলে ডা. জাহিদ জানাতে পারবেন।”
মন্তব্য করুন

