রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া
expand
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

টানা পাঁচ দিন ধরে তিনি এ ইউনিটেই থাকলেও সোমবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

চিকিৎসকরা জানিয়েছেন, রোববার রাত থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৮–১০ লিটার অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে।

পরিস্থিতি জটিল হওয়ায় আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে এবং এর কিছু গুরুত্বপূর্ণ সাপোর্ট সিসিইউতেই সংযুক্ত করা হয়েছে।

মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য অবনতি দেখা গেছে, যদিও তাঁকে এখনো আইসিইউতে স্থানান্তর করা হয়নি।

তিনি বলেন, “এই আইসিইউ সাধারণ ইউনিটের মতো নয়—এখানে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা রয়েছে। বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে ম্যাডামকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবার দোয়া কামনা করছি।”

গত বৃহস্পতিবার সংক্রমণের আশঙ্কায় তাঁকে সিসিইউতে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে- শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী হলে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। সোমবারও তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।

এদিকে নিয়মিত ফলোআপের পাশাপাশি মেডিকেল বোর্ডে নতুন করে লন্ডনের এক বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড প্রতিদিন অবস্থার অগ্রগতি পর্যালোচনা করছে। লন্ডন থেকে ভার্চুয়ালি ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের কয়েকজন চিকিৎসকও আলোচনায় যুক্ত থাকছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X