সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা, নেতাদের নামে হাসপাতালের সামনে বিএনপি কর্মীদের স্লোগান 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
হাসপাতালের সামনে এভাবে প্ল্যাকার্ড হাতে হাজির হন বিএনপির নেতাকর্মীরা
expand
হাসপাতালের সামনে এভাবে প্ল্যাকার্ড হাতে হাজির হন বিএনপির নেতাকর্মীরা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতি কমছে না, বরং প্রতিনিয়ত বাড়ছে, যদিও দল নিজস্ব নির্দেশনা দিয়েছে।

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

দেখা যায় নেতাকর্মীরা বিভিন্ন নেতার নামে অনবরত স্লোগান দিচ্ছেন। তাদের হাতে শোভা পাচ্ছে বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড ।

শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নেতা-কর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হলে দেখা যায়, সকালে তুলনামূলকভাবে ভিড় কম থাকলেও বিকেলের দিকে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ জনগণও এ অবস্থায় হাসপাতাল এলাকায় ভিড় করেছেন। এর ফলে আশপাশে তীব্র যানজট তৈরি হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, “দেশনেত্রীর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার কারণে এ ভিড় তৈরি হয়েছে। তবে হাসপাতালের নিয়মিত চিকিৎসা কার্যক্রমে যেন কোনো সমস্যা না হয়, তাই নেতা-কর্মীদের ভিড় কমানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।”

হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও জনসমাগম এখনও কমছে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন