বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে হামলার অভিযোগে বিএনপির নিন্দা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
বিএনপির লোগো
expand
ঈশ্বরদীতে হামলার অভিযোগে বিএনপির নিন্দা

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াতপন্থী কর্মীদের হামলার অভিযোগ তুলে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির বক্তব্য অনুযায়ী, পরিকল্পিত এই আক্রমণে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, এই হামলায় জামায়াতের স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মন্ডল নেতৃত্ব দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, প্রচারণার সময় জামায়াত নেতাকর্মীরা তাদের ধর্মীয় বক্তব্য ও নানা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে সেখানে উপস্থিত জনগণ আপত্তি জানায়। এই পরিস্থিতিতে উত্তেজিত জামায়াত কর্মীরা সাধারণ মানুষের ওপর চড়াও হয়।

পরে শান্তিপূর্ণ প্রচারণায় থাকা বিএনপি নেতাকর্মীরাও বিনা উসকানিতে আক্রান্ত হন। মানবজমিন পত্রিকায় প্রকাশিত ছবিতে তুষার নামে এক জামায়াত কর্মীকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যাওয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিএনপি মনে করে, নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এবং সহিংসতা উস্কে দিতে জামায়াত এ ধরনের পথ বেছে নিয়েছে।

দলটি জানায়, বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং তাদের ধৈর্য ও সংযমকে দুর্বলতা হিসেবে না দেখার আহ্বান জানায়।

বিবৃতির শেষাংশে বলা হয়, ন্যক্কারজনক এই ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি স্থিতিশীল ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে সরকারের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X